• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

ডোমেইন মার্কেট রিসার্চ যেভাবে করবেন।

chayan

Staff member
Administrator
#1
ডোমেইন ফ্লিপিং ব্যাবসায় সফল হতে হলে, প্রতিনিয়ত মার্কেট রিসার্চ এর কোন বিকল্প নেই। ডোমেইন ইনভেস্টর সেক্টরের সব থেকে জনপ্রিয় ফোরাম হলো, নেমপ্রস এবং ডিএন ফোরাম। এই ফোরাম দুইটির থ্রেড পোস্ট গুলো ফলো করে পড়াশোনা করুন।

প্রতিদিন কেমন ডোমেইন বিক্রি হচ্ছে, কত ডলারে বিক্রি হচ্ছে তা আপনি নেমবাইও তে ভিজিট করলেই দেখতে পারবেন।

প্রতিনিয়ত চেষ্টা করুন, ডোমেইন অকশন মার্কেটগুলোতে চোখ রাখার।

নোটঃ ডোমেইন ইনভেস্টমেন্ট এ সফলতার প্রধান হাতিয়ার হচ্ছে গ্লোবাল বিজনেস এবং ফিউচার টেক ইন্ডাস্ট্রি নিয়ে প্রচুর পড়াশোনা এবং প্রচুর ধৈর্য্য নিয়ে অপেক্ষা করা।
 
Top