• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

ডোমেইন ব্যাক অর্ডার কি ? জেনে নিন।

chayan

Staff member
Administrator
#1
ডোমেইন ব্যাক অর্ডার হলোঃ ডোমেইন মনিটরিং এবং ট্র্যাকিংয়ের পাশাপাশি ডোমেন সফলভাবে নিবন্ধিত এক ধরনের সার্ভিস।
কোন ডোমেইন এক্সপায়ার্ড হয়ে গেলে অনেকেই সেই ডোমেইন কেনার জন্য বসে থাকে। এভেইলএবল হবার সাথে সাথে রেজিষ্ট্রেশন করতে।


অনেক রেজিস্ট্রার কম্পানি এই নিশ্চয়তা দেয় যে তারা কাস্টমারের পক্ষ হয়ে সেই ডোমেইনটা এভেইলএবল হবার সাথে সাথে রেজিষ্ট্রেশন করে ফেলবে।
ডোমেইন ব্যাক অর্ডার সার্ভিস দিয়ে থাকে এমন কিছু কোম্পানির নাম হলঃ
  1. Epik
  2. SnapNames
  3. NameJet
  4. GoDaddy Auctions
  5. DropCatch
  6. BackorderZone
  7. CatchTiger
  8. DomainMonster

আর্টিকেল ক্রেডিট এবং রিসার্চঃ Siful Moni ও চয়ন মোল্লা।
 
Top