• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

ডোমেইন বেচাকেনা করার মার্কেটপ্লেস।

chayan

Staff member
Administrator
#1
এখানে, ডোমেইন অকশন করা বা বেচাকেনা করার দশটি প্রথম সারির ওয়েবসাইটের নাম তুলে ধরা হলো। যেগুলো সম্পন্ন বিশ্বস্ত ও জনপ্রিয় ওয়েবসাইট। এ সাইট গুলোর মধ্যে যেকোনো সাইট থেকে আপনি ডোমেইন বেচাকেনা করতে পারেন।

১, GoDaddy auction
2, freemarket.com
৩, sedo.com
৪, flippa.com
৫, epik.com
৬, Dan.com
৭, Flippa.com
8, SnapNames.com
9, bido.com
১০, dropcatch.com

*আগামী পোস্টগুলোতে প্রতিটা মার্কেটপ্লেস নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করা হবে।

ডোমেইন ইনভেসমেন্ট নিয়ে আপনি কোন সমস্যায় পড়লে, আপনার সমস্যাগুলো তুলে ধরে আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন। ইনশাআল্লাহ সমাধান পেয়ে যাবেন।
 
Last edited:
Top