• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

ডোমেইন প্রাইভেসি কেন ব্যবহার করবেন?

chayan

Staff member
Administrator
#1
আপনার ডোমেইন অবশ্যই আপনার কাছে গুরুত্বপূর্ণ পাশাপাশি আপনার নিজের পার্সোনাল তথ্য গুলো অবশ্যই আরো বেশি গুরুত্বপূর্ণ।
আমরা যখন একটি ডোমেইন কিনি আমাদের নিজেদের তথ্য সমূহ দিতে হয়।
যেমনঃ নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেইল ইত্যাদি।
ধরুন আপনি একটি ডোমেইন নিলেন কিন্তু আপনি আপনার ডোমেইন এ প্রাইভেসি প্রটেকশন দিলেন না এতে কি হবে? যে কেউ আপনার তথ্যগুলো খুব সহজেই দেখতে পারবে অর্থাৎ আপনি আপনার ডোমেইন কেনার সময় যে তথ্যগুলো দিয়েছিলেন তা অন্য যে কেউ সহজেই জেনে নিতে পারবে।
আপনি যদি না চান যে অন্য কেউ আপনার তথ্য জানুক তাহলে অবশ্যই ডোমেইন এ প্রাইভেসি ব্যবহার করুন।
#বিডিশেপার্স থেকে ডোমেইন কিনলে আপনি ডোমেইন এর সাথে প্রাইভেসি প্রটেকশন পাবেন একদম ফ্রী!
ভিজিট করুনঃ www.bdshapers.com
আপনার তথ্য থাকুক নিরাপদ আমরা এটি ই চাই আর নিজের নিরাপত্তার জন্য নিজের তথ্য গুলো আপনাকেই নিরাপদ করতে হবে আর তাই যেখানে সেখানে নিজের তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন আর ডোমেইন এর ক্ষেত্রে শুরু থেকেই প্রাইভেসি ব্যবহার করুন।
 
Top