• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

ডোমেইন নেম' এ ডব্লিউ ডব্লিউ ডব্লিউ (www.) থাকে কেন? এর কাজ কী?

chayan

Staff member
Administrator
#1
ডোমেইন নামের পূর্বে www ব্যবহার করা বাধ্যতামূলক না | তবে বর্তমানে এটি বেশি জনপ্রিয় হওয়ায় প্রায় সব ওয়েবসাইট এর রক্ষনাবেক্ষক কে এটা তাদের ওয়েবসাইট এ ব্যবহার করতে দেখা যায় |
ধরি ওয়েব মাস্টার mywebaddress. com কে মূল ঠিকানা হিসেবে ব্যবহার করেন, তাহলে তিনি সার্ভার এ সেটআপ এমন করবেন যেখানে কেও www. mywebaddress .com টাইপ করলেও যেন mywebaddress .com এই ঠিকানাতেই যায় | তিনি এটি না করলে কিন্তু ওই ঠিকানায় যাবেনা | এখন প্রায় সবাই এটা করে রাখেন বলে আমার সেটা বুঝতে পারিনা, যেকোন একটা দিলেই ওয়েবসাইটটা চলে আসে |

তবে www সহ ঠিকানাকে ওয়েব মাস্টার যদি মূল ঠিকানা হিসেবে ব্যবহার করেন তাহলে ওয়েবসাইট এর জন্য CDN ও Cookie সেটআপ অনেক সহজ হয় | এক্ষেত্রে প্রতিবার যখন www সহ কোন ওয়েবসাইট লোড হচ্ছে তখন অতিরিক্ত 4 বাইট (byte) - www এর জন্য 3 byte আর ডট (.) এর জন্য 1 byte ব্যান্ডউইডথ খরচ হচ্ছে | ব্যবহারকারীর দিক থেকে এটি ব্যাপার মনে না হলেও ওয়েব মাস্টার এর দিক থেকে এটি ব্যাপার হতে পারে যদি সেই ওয়েবসাইট টি দিনে কয়েক লক্ষ্য বা কোটি বার ভিসিট হয়ে থাকে | ফলে তার ব্যান্ডউইডথ বেশি খরচ হচ্ছে, মানে হোস্টিং এর খরচ বেড়ে যাবে | তাছাড়া, ব্যবহারকারী হিসেবে কিন্তু আপনার বেশি টাইপ করা লাগছে জন্য বিরক্ত হতে পারেন | আবার www বাদ দেয়া ঠিকানাকে ওয়েব মাস্টার যদি মূল ঠিকানা হিসেবে ব্যবহার করেন তাহলে উল্টো ঘটনা ঘটে |
তবে, সাধারণ ব্যবহারকারী হিসেবে www সহ বা বাদে তেমন পার্থক্য নেই |
আর্টিকেল ক্রেডিটঃ quora, Isaac Rabin
 
Top