• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

ডোমেইন নাম সাজেশন টুলস।

chayan

Staff member
Administrator
#1
ডোমেইন নাম সাজেশন টুল কী-ওয়ার্ড এর উপরে ভিত্তি করে, ডোমেইন নাম খুঁজতে আইডিয়া দিয়ে সাহায্য করবে এবং ফাঁকা ডোমেইন এক্সটেনশন গুলোর রেজাল্ট প্রদর্শন করবে।

জনপ্রিয় কিছু ডোমেইন নাম সাজেশন টুলসঃ
আমার দেওয়া লিস্টের বাইরে আরও অসংখ্য টুলস রয়েছে, আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন।
আমার পরামর্শ হলো, এই সাজেশন টুলস এর উপর নির্ভর হয়ে ডোমেইন ইনভেস্ট না করার। ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। ডোমেইনিং নিয়ে পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশি দূর আগাতে পারবেন না। আরো পড়ুন, ডোমেইনইং শিখা কি ভাবে শুরু করতে পারি ?


আর্টিকেলটি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। কোন কিছু না বুঝলে কমেন্ট বক্সে বলতে পারেন। প্রতিটা কমেন্টের রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করব।
 
Top