• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

ডোমেইন এক্সটেনশনের রাজা ডট কম।

chayan

Staff member
Administrator
#1
বর্তমানে ডোমেইন এক্সটেনশন রয়েছে , ৩৫০০+ সব থেকে পপুলার এক্সটেনশ হল ডট কম। সত্যি বলতে, সাধারণ মানুষ ওয়েব সাইটের নাম বলতে বুঝে থাকে ডট কম ডোমেইন।
  • ওয়ার্ল্ড এর সব বড় বড় ওয়েবসাইট ডট কমে।
  • সব থেকে বেশি ডোমেইন নেম রেজিস্ট্রেশন ডট কমে।
  • মার্কেটের সব থেকে বেশি চাহিদা ডট কমে।
  • মার্কেটপ্লেসের টপ সেল গুলো ডট কমে।
  • ডোমেইন এর রাজা ডট কম।
আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ডট কম এর গুরুত্ব।

ডোমেইন ইনভেস্টরদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয়ঃ
ডট কম এর বাইরে ইনভেস্ট করে লাভবান হওয়ার সম্ভাবনা ১০% থেকে ১৫%, নতুন অবস্থায় ডট কম এর বাইরে অন্য কোন ডোমেইন এক্সটেনশনে ইনভেস্ট করা ভাল হবে না। আপনার লিস্টে ডট কম ডোমেইন যদি ১০০ টি থাকে, তাহলে ৫ টি বা ১০ টি অন্যান্য এক্সটেনশনে রাখতে পারেন।

.co, net, .io, org, .co.uk এই ডোমেইন এক্সটেনশ গুলোর মোটামুটি মার্কেটে চাহিদা রয়েছে, তবে ইনভেস্ট করার আগে অবশ্যই পড়াশোনা করে নিবেন। ডট কম ডোমেইন এক্সটেনশনের বাইরে ইনভেস্ট করলে, জেনেরিক ওয়ার্ড টার্গেট করুন। তাহলে কিছুটা লাভবান হতে পারেন।

প্রবন্ধটির ক্রেডিট এবং রিসার্চঃ চয়ন মোল্লা। লেখক এর অনুমতি ছাড়া প্রবন্ধটির অনুলিপি অন্য কোথাও শেয়ার করা যাবে না।
 
Top