• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

ডোমেইন ইনভেস্টরসদের যে জিনিস জানা উচিৎ

Subrata

Domain investor || Photographer
#1
ডোমেইন ইনভেস্টরসদের ডোমেইন রেজিষ্ট্রেশন এর ক্ষেত্রে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয়। যেমনঃ সমসাময়িক ট্রেন্ডসহ আরোও অনেক কিছু। আজ সমসাময়িক ট্রেন্ড নিয়েই কথা বলব মূলত।
বর্তমান পৃথিবীতে করোনা ভাইরাস এর কারণে সবাই ভার্চুয়াল জীবনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে।
মানুষ বাসায় বসে তার অফিসের কাজ সেরে ফেলছে, মিটিং সেরে ফেলছে, বাসায় বসে অনলাইনে শপিং সেরে নিচ্ছে। বর্তমানে একটি ট্রেন্ড চলছে অনলাইন রিলেটেড। আপনি যদি এই বিষয়টি মাথায় রেখে ডোমেইন রেজিষ্ট্রেশন করেন তাহলে হয়তো সুফল বয়ে আনবে।
আপনাদের কাছে অনুরোধ হুজুগে ডোমেইন কিনবেন না। বুঝে শুনে ডোমেইন ইনভেস্ট করতে হবে। তা নাহলে ব্যার্থ হয়ে যেতে পারে ইনভেস্ট।
যদি সঠিক ডোমেইন বাচাই করতে পারেন তাইলে আপনার জন্য সফলতা ডেকে আনবে সেই প্রত্যাশা করি।

ধন্যবাদ! ভূল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
 
Top