• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

ডোমেইনইং শিখা কি ভাবে শুরু করতে পারি

chayan

Staff member
Administrator
#1
ডোমেইনইং শিখার জন্য অনেক বড় বড় ফোরাম সাইট রয়েছে। সেই সব ফোরাম সাইটে নিয়মিত পোস্ট গুলো ফলো করতে হবে।

যেমন, NamePros , DNForum , bgd. com .bd ( Bargain Domain ) এরকম অসংখ্য ফোরাম সাইট রয়েছে।

আপনার দরকার ইনভেস্ট আর রিসার্চ।

প্রতিদিন কেমন ডোমেইন বিক্রি হচ্ছে, কত ডলারে বিক্রি হচ্ছে সেটা আপনি namebio .com এ গেলেই পাবেন।
ডোমেইন ইনভেস্টমেন্ট একবিংশ শতাব্দীর অন্যতম নিরাপদ বিজনেস। ক্ষেত্রবিশেষে ডোমেইন ইনভেস্টমেন্ট এর উপরে কয়েকশত গুন বেশি লাভ সম্ভব।
এই বিজনেস আপনি ১০ ডলার দিয়েও ডোমেইন কিনে শুরু করতে পারেন। আবার, ১০০০০ ডলার দিয়ে ডোমেইন কিনেও শুরু করতে পারেন। তবে, আপনি ডোমেইনিং নিয়ে পড়াশোনা না করে লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না।
ডোমেইন বাই সেল করার জন্য অসংখ্য মার্কেটপ্লেস হয়েছে,
যেমন, EPIK, DAN, SEDO , FLIPPA, SNAPNAMES, Godaddy Auctions, Bido, এরকম অসংখ্য মার্কেটপ্লেস রয়েছে.
সাথে সাথে আপনার মার্কেটিং কৌশল জানতে হবে বা শিখতে হবে।
আপনি যদি ইংলিশে কথা বলার জন্য খুবই দুর্বল হন। তাহলে, এটা হতে পারে খুবই বড় বাধা।
সর্বোপরি আপনার ইনভেস্ট করার মতো সুযোগ থাকতে হবে এবং টাকা থাকতে হবে , এটা খুবই জরুরী।
অবশ্যই আপনাকে পরিশ্রমী হতে হবে। কারণ প্রবাদ এ আছে “পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি”।
ডোমেইন ক্রয় বিক্রয় করার জন্য এবং ডোমেন বিষয় বিভিন্ন তথ্য জানার জন্য আমাদের গ্রুপে সাথেই থাকুন।
ডোমেইন ইনভেস্টমেন্ট নিয়ে শুরু করতে আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন।
এই ই-বুকটি পড়লে আপনি ব্যাসিক সম্পর্কে জানতে পারবেন। এটি একদম ফ্রী।
ই-বুক লিঙ্কঃ domaingraduate .com
 
Top