• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

জিও ডোমেইন

chayan

Staff member
Administrator
#1
জিও(Geographical) ডোমেইন মূলত এমন ডোমেইন নামগুলোকে বুঝায় যা বিভিন্ন শহর বা দেশের ভৌগোলিক নামের সাথে মিলে যায়। যেমন:- Dhaka. com, Bangladesh. com, Atlanta. com, Texas. com।
কয়েকটি উল্লেখযোগ্য জিও ডোমেইন সেলস রেকর্ডঃ
  • China. com- ১১৭০০০০০ ডলার
  • Israel. com- ৫৮৮০০০০ ডলার
  • Korea. com- ৫০০০০০০ ডলার
কিন্তু জেনেরিক জিও ডোমেইনগুলো এই মুহূর্তে আমাদের মত ইনভেস্টরদের দ্বারা ক্রয় করা বা ইনভেস্ট করা সম্ভব নয়। কিন্তু আমরা বিভিন্ন সার্ভিস সম্পর্কিত জিও ডোমেইনগুলো রির্সাচ করে ইনভেস্ট করতে পারি, তাৎক্ষনিক ফ্লিপিং করে বিক্রয় করতে পারি।

জিও ডোমেইন ক্রয় সম্পর্কিত গাইডলাইনঃ
১। জিও ডোমেইন এর ক্ষেত্রে প্রথমে স্থান তারপর সার্ভিস এভাবে সাজালে জিও ডোমেইন এর ভ্যালু বেশি হয়। যেমন- CaliforniaDentists. com ডোমেইনটি DentistsCalifornia. com ডোমেইনটির চেয়ে বেশি ভ্যালুয়েবল। উদাহরণস্বরূপ - UKCasinos. com ডোমেইনটির বিক্রয়মূল্য ছিল ২২০০০ ডলার সেখানে CasinosUk. comডোমেইনটি বিক্রয় হয়েছিল ৭৩০ ডলারে।

২। কোন নির্দিষ্ট শহর, দেশ কিংবা অঞ্চল যে কারনে বিখ্যাত সে সম্পর্কিত জিও ডোমেইন ইনভেস্ট অধিক মুনাফার সম্ভাবনা তৈরি করে। যেমন- মালদ্বীপ পৃথিবীব্যাপী রির্সোট সার্ভিসের জন্য জনপ্রিয়। সেক্ষেত্রে MaldivesResort. com ডোমেইনটি হতে পারে আকর্ষণীয় একটি ইনভেস্ট।
৩। যে সমস্ত সার্ভিসগুলো জিও ডোমেইন এর ক্ষেত্রে জনপ্রিয়- Roofing,Plumber,Plumbers,Dentist Limousine,Lawyer,Trainer,Training,Agency,Interior Designer,Cleaner,Interior Decorator,Attorney, Photography, Wedding photography ইত্যাদি।

৪। কোন শহর, দেশ কিংবা অঞ্চল নিয়ে জিও ডোমেইন ক্রয় করার আগে সেখানকার জনসংখ্যা, সার্ভিস সম্পর্কিত বিষয়গুলো নিয়ে সচ্ছ ধারনা নিয়ে তারপর ইনভেস্ট করা লাভজনক। কিছু ব্যাতিক্রম ছাড়া মোটামুটি ২মিলিয়ন জনসংখ্যা না হলে কোন জিও ডোমেইন ইনভেস্ট করা ঠিক নয়। আবার যেখানে যে সার্ভিস প্রযোয্য নয় সে সম্পর্কিত জিও ডোমেইন ক্রয় করাও লসের সম্ভাবনাই বেশি। যেমন আমাদের রাজধানী ঢাকা নিয়ে আপনি যদি Dhakaresort. com ডোমেইনটি ক্রয় করেন সেক্ষেত্রে বিক্রয় না হবার সম্ভাবনাই বেশি।

আর্টিকেলটি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
প্রবন্ধটির ক্রেডিট এবং রিসার্চঃ মামুনুর রশিদ। লেখক এর অনুমতি ছাড়া প্রবন্ধটির অনুলিপি অন্য কোথাও শেয়ার করা যাবে না।
 
Top