• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

কিভাবে দ্রুত ডোমেইন বিক্রি করব ?

chayan

Staff member
Administrator
#1
সত্যি বলতে হুটহাট করে ডোমেইন বিক্রি করলে, তেমন লাভ হয় না। দ্রুত বিক্রি করতে চাইলে, প্রথমে আপনার যে কাজটি করতে হবে তা হলোঃ
ডোমেইনটির কিওয়ার্ড নিয়ে রিসার্চ করুন। যেমন, আপনার ডোমেইন এর ইউজার কারা, কেন কিনবে ও তাদের সামর্থ্য কেমন ? এগুলো নিয়ে রিসার্চ করুন। তারপর দাম সেট করুন। আরো পড়ুন, আমার এই ডোমেইনের দাম কত টাকা হতে পারে ?

দ্বিতীয় স্টেপে আপনি যে কাজগুলো করবেন তা তুলে ধরা হলোঃ
  • ডোমেইন দ্রুত বিক্রি করার জন্য, ডোমেইন এর নিশ অনুযায়ী ইমেইল এড্রেস সংগ্রহ করে ইমেইল মার্কেটিং করতে পারেন।
  • পাশাপাশি আপনি সোসিয়াল মিডিয়া গুলোতে মার্কেটিং করতে পারেন। যেমনঃ টুইটার , লিংকডইন, ও ফেসবুকের বিভিন্ন গ্রুপে মার্কেটিং করতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন, সোশ্যাল মিডিয়া গুলোতে অতিরিক্ত স্পামিং না করে মার্কেটিং করার।
  • ডোমেইন নিলামে দিয়ে ও দ্রুত বিক্রি করতে পারেন। ডোমেইন নিলাম সম্পর্কে বিস্তারিত জানতে এই আর্টিকেলটি পড়ুন, ডোমেইন নিলাম কি ?
  • ডোমেইন ইনভেস্টর রিলেটেড ফোরাম সাইটগুলোতে, ডোমেইন দ্রুত বিক্রি করার জন্য মার্কেটিং করতে পারেন। জনপ্রিয় কিছু ফোরাম সাইটঃ NamePros, DNForum.
  • Name Liquidate, এটা একটা লিকুইডেশন মার্কেট। আপনার যদি জরুরি ভাবে ডোমেইন সেল করে দেওয়ার ইচ্ছা থাকে এবং কম দামে ১ মাসের ভিতর। তাহলে, এটা ব্যবহার করতে পারেন। আরো পড়ুন, ডোমেইন বিক্রি করার জন্য কিভাবে মার্কেটিং করব ?
অনেক সময়ে একটি ডোমেইন নেম কেনার পর দ্রুত বিক্রি করে ফেলা যায়। তবে মনে রাখা দরকার তা সব সময়ে সত্যি নাও হতে পারে। কখনো একটি ডোমেইন নেম কিনে, মাসের পর মাস মার্কেটপ্লেস গুলোতে বিক্রি করার উদ্দেশ্যের লিস্ট করে রাখতে হতে পারে।

তবে, যেসব ডোমেইন এর লিকুয়িড ভ্যালু রয়েছে, সেই ডোমেইন গুলো অল্প দামের ভিতরে আপনি যে কোন মার্কেটে দ্রুত বিক্রি করে ফেলতে পারবেন। ডোমেইন ক্রয়-বিক্রয় করার সময়, সফল ভাবে লেন-দেনের জন্য ডোমেইন এসক্রো সার্ভিস ব্যবহার করতে পারেন। আরো পড়ুন, ডোমেইন এসক্রো সেবা
আর্টিকেলটি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। কোন কিছু না বুঝলে কমেন্ট বক্সে বলতে পারেন। প্রতিটা কমেন্টের রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করব।

প্রবন্ধটির ক্রেডিট এবং রিসার্চঃ চয়ন মোল্লা। লেখক এর অনুমতি ছাড়া প্রবন্ধটির অনুলিপি অন্য কোথাও শেয়ার করা যাবে না।
 
Top