• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

কিভাবে দেখবেন যে আপনি যেই ডোমেইনটি কিনবেন সেটি কোন রেজিস্টার সবথেকে কম দামে দিচ্ছে?

#1
আমারা যারা ডোমেইন ইনভেস্টমেন্ট করি তাদের প্রতিনিয়ত নানা ধরনের ডোমেইন কিনতে হয়।আর আমারা ডোমেইন যত কম মূল্য দিয়ে কিনতে পারবো আমাদের মুনাফা এর পরিমান তত বেশী হবে। আর আমারা জানি মার্কেট এর ভেতর অনেক রেজিস্টার্ড কোম্পানি আছে যারা ডোমেইন বিক্রি করে । এদের ভেতর জনপ্রিয় কিছু রেজিস্টার্ড কোম্পানি হচ্ছে –

• EPIK
• GODADDY
• NAMECHEAP
• PORKBUN
• DYNADOT

এখন এই সকল রেজিস্ট্রার কোম্পানি এর ভেতর নানা সময়ে নানা ধরনের অফার চলে। যেমন দেখা গেলো .COM ডোমেইন GODADDY রেজিস্টারে আপনি মাত্র ৫ ডলারে কিনতে পারছেন কিন্তু না জানার কারনে আপনি ডোমাইন টি রেগুলার প্রাইসে নিয়ে নিয়েছেন কিন্তু যদি আপনি জানতেন তাহলে আপনার কিছু টাকা সেভ হত। এখন এই ধরনের পরিস্থিতি তে যেন না পরতে হয়ে সেই জন্য আমারা যেই টুলটি ব্যাবহার করতে পারি সেটা হচ্ছে

- https://domcomp.com/

উদাহারন হিসেবে আমারা ধরে নেই আমারা amidomainkintechay.com এই ডোমেইনটি কিনবো। আমারা আমাদের সব রিসার্চ শেষ করে যখন দেখবো ,না এটা কিনলে আমার লাভ হবে এটা আমাদের রেজিস্টার করে নেওয়া দরকার তখন আমাদের উপরের সেই সাইটে গিয়ে দেখে নিব এটা আমারা সব থেকে কম দামে কোথায় থেকে রেজিস্টার করতে পারবো। তো এখানে আমারা দেখে নিলাম এটা আমারা সব থেকে কম দামে DODADDY থেকে নিতে পারবো শুধুমাত্র ৪.৯৯ ডলারে।

আর এখানে শুধু .com নয় আপনি অন্য যেকোন এক্সটেনশন এর মূল্য সব থেকে কম কোথায় সেটাও এখানে দেখে নিতে পারবেন।

আশা করি এই ছোট একটি বিষয় যারা জানেন না এখন জানলেন তাদের অল্প কিছু টাকা বেচে যাবে।
সবাইকে অনেক ধন্যবাদ যারা এই অব্দি পড়েছেন।

আর্টিকেল ক্রেডিট এবং রিসার্চঃ Rehelam Bhuiyan Rakin
 
Last edited by a moderator:
Top