• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

ইনভেস্টরদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পোস্ট। মেহেরবানী করে পড়ে নিবেন। সময় থাকলে মন্তব্য করবেন।

Numan

99bucket.com
Administrator
#1
০১/ অনেকের মনে একটি প্রশ্ন বিরাজমান কিভাবে ডোমেইন বিক্রি করে লক্ষ টাকা ইনকাম করা যায়। তাদের উদ্দেশ্যে কথা গুলো, আমরা সবাই জানি জগতের সবচেয়ে কঠিন কাজটি হচ্ছে টাকা ইনকাম করা। যদি কথাটির সাথে একমত থাকেন তাহলে উত্তর আপনার কাছে? কোন কাজই এত সহজ না। ধরেন একটি ডোমেইন আপনি হাজার টাকায় কিনলেন এখন আপনি বিক্রি করতে চান দশগুণ লাভে। বিষয়টা যদি সহজ হতো তাহলে প্রতিদিন হাজার হাজার ডোমেইন ড্রপ আউট হতো না। সবাই ব্যাংকে টাকা জমা না রেখে ডোমেইন কিনত।
দেখুন আমি সব সময় বলি আপনার টাকা আপনার কাছে অনেক মূল্যবান যতক্ষণ আপনার হাতে থাকবে ততক্ষণ আপনি ধনবান।।
০২/ ডোমেইন কেনা বেচা করে ইনকাম করা যায় কথাটা সত্য তবে এত সহজ ও না। একটা ডোমেইন আপনার কাছে ভালো লাগতেই পারে, ভালোলাগাটা তো তখনই ভালো যদি সেটা নিজের জন্য হয়। আপনি ডোমেন কিনছেন অন্য আরেকজনের জন্য সুতরাং এখানে ভাবার বিষয়।
#ভোক্তার রুচি অভ্যাস।
#চাহিদা।
#ব্যবহারের প্রয়োজনীয়তা।

Note: অবশ্যই .com ডোমেইন কেনার চেষ্টা করবেন। কারণ বিশ্বের 47% website .com নির্ভর।

ইত্যাদি অনেক বিষয় গুলো চিন্তা করে কিনতে হবে। হুটহাট করে রেজিস্ট্রেশন করবেন না। কারণ আপনার ডোমেইন আপনাকেই মার্কেটিং করে বিক্রি করতে হবে।

#bargaindomain
#bgd
Numan Ahmed Habir
 
Top