• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

আমি কিভাবে একটি ডোমেইন তৈরি করতে পারি ?

chayan

Staff member
Administrator
#1
আমরা সবাই জানি, ডোমেইন নাম বলতে কোন একটা ওয়েবসাইটের নামকে বোঝায়।

সহজ ভাবে বললেঃ
ডোমেইন হচ্ছে, ওয়েবসাইটের এ্যাড্রেস বা ঠিকানা যেটি মানুষ ব্রাউজারে টাইপ করে ওয়েব সাইট ভিজিট করতে পারবে।
যদি আপনার ওয়েবসাইটের একটি বাড়ি থাকে তাহলে, সেই বাড়ির ঠিকানা হচ্ছে ডোমেইন। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি chayan.info এটি একটি ডোমেইন।

ডোমেইনকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে,
১. ccTLD Country code top-level domain (দেশের কোড শীর্ষ-স্তরের ডোমেইন)
২.gTLD Generic top-level domain (জেনেরিক শীর্ষ স্তরের ডোমেইন)

*ccTLD Country code top-level domain (দেশের কোড শীর্ষ-স্তরের ডোমেইন) এর কিছু উদাহরণঃ
১। .me মন্টিনিগ্রো দেশের কোড শীর্ষ-স্তরের ডোমেইন।
২। .tv টুভালু দেশের কোড শীর্ষ-স্তরের ডোমেইন।
৩। .co কলোমবিয়া দেশের কোড শীর্ষ-স্তরের ডোমেইন।
এরকম অসংখ্য ccTLD Country code top-level domain রয়েছে, আপনাদের বোঝানোর জন্য অল্প কিছু উদাহরণ দিলাম। বাকিটা আপনারা গুগোল করে জেনে নিতে পারেন।

*gTLD Generic top-level domain (জেনেরিক শীর্ষ স্তরের ডোমেইন) এর কিছু উদাহরণঃ
১। .com .net জেনেরিক শীর্ষ স্তরের ডোমেইন।
২। .org জেনেরিক শীর্ষ স্তরের ডোমেইন।
৩। .info জেনেরিক শীর্ষ স্তরের ডোমেইন।
৪। .xyz জেনেরিক শীর্ষ স্তরের ডোমেইন।
এরকম অসংখ্য gTLD Generic top-level domain রয়েছে, আপনাদের বোঝানোর জন্য অল্প কিছু উদাহরণ দিলাম। বাকিটা আপনারা গুগোল করে জেনে নিতে পারেন।


তবে, আজকে তো আমরা এই আর্টিকেল থেকে ডোমেইন তৈরি করা শিখব তাই না ?
ডোমেইন তৈরি করতে হলে, আমাদের প্রথমে বেশ কিছু তথ্য জানতে হবে চলুন শুরু করি।
১। আমাদের প্রথমে জানতে হবে আইক্যান কি ?
২। দ্বিতীয়ত আমাদের জানতে হবে রেজিস্ট্রি কি ?
৩। তৃতীয়ত জানবো রেজিস্ট্রার কি ?
৪।সর্বশেষ জানবো আমরা কিভাবে একটি ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারি।

আইক্যান কি ?
icann এর পূর্ণরূপ হচ্ছে, The Internet Corporation for Assigned Names and Numbers. আইক্যান মূলত সারা বিশ্বের ডোমেইন নিয়ন্ত্রণ সংস্থা।

আইক্যান সংস্থাটি অলাভজনক প্রতিষ্ঠান। আইক্যান কোম্পানি নিজেরা কোন ডোমেইন সরাসরি রেজিস্ট্রেশন করে না। তবে, বিভিন্ন রেজিস্ট্রার কোম্পানিগুলোকে ডোমেইন রেজিস্ট্রেশন করার অনুমোদন দেয়। রেজিস্ট্রারদের নিয়ন্ত্রণ এবং ডোমেইন গ্রাহকদের অধিকার সেবা নিশ্চিত করাই হল আইক্যান এর প্রধান কাজ।


রেজিস্ট্রি কি ?

যে কোম্পানিগুলো TLD এর মালিক তাদেরকে রেজিস্ট্রি কোম্পানি বলা হয়।
আমি যদি আরো সহজ ভাবে বলিঃ একটি রেজিস্ট্রি এমন একটি সংস্থা যারা ডোমেইন এক্সটেনশানগুলি বা TLD তৈরি করে এবং নিয়ন্ত্রণ করে। উদাহরণস্বরূপ বলি, Verisign হল .COM ডোমেইনের রেজিস্ট্রি অপারেটর।
ডোমেইন এক্সটেনশান বা TLD এর জন্য রেজিস্ট্রি অপারেটরদের সাথে আইক্যান এর চুক্তি হয় এবং অনুমোদন নিতে হয়।

যেমন, এখানে কিছু রেজিস্ট্রি কোম্পানির তালিকা দেওয়া হলঃ
  1. .com .net এর রেজিস্ট্রি কোম্পানিঃ Verisign
  2. .info এর রেজিস্ট্রি কোম্পানিঃ Afilias
  3. .me এর রেজিস্ট্রি কোম্পানিঃ domain.me (DoMEn d.o.o)
  4. .co এর রেজিস্ট্রি কোম্পানিঃ .CO Internet S.A.S.
  5. .xyz এর রেজিস্ট্রি কোম্পানিঃ gen.xyz (registry); CentralNic (registry technical operator)
  6. .me এর রেজিস্ট্রি কোম্পানিঃ domain.me (DoMEn d.o.o)
  7. .tv এর রেজিস্ট্রি কোম্পানিঃ The.tv Corporation (a Verisign company)
  8. .org এর রেজিস্ট্রি কোম্পানিঃ Public Interest Registry (technical service by Afilias)
এরকম অসংখ্য TLD রয়েছে এবং অসংখ্য TLD এর রেজিস্ট্রি কোম্পানি রয়েছে।
আশা করি সবাই বুঝতে পারছেন রেজিস্ট্রি কোম্পানির কাজ।

রেজিস্ট্রার কি ?
রেজিস্ট্রার কোম্পানিগুলো আপনাকে ডোমেইন নাম ক্রয় এবং নিবন্ধ করার অনুমতি দেয়।
সমস্ত ডোমেইন নেম রেজিস্ট্রার কোম্পানিগুলো আইক্যান ( icann ) দ্বারা স্বীকৃত বা অনুমোদন নিতে হয়।
তারপর, রেজিস্ট্রি কোম্পানিগুলো সাথে চুক্তিবদ্ধ হয়ে। আপনার কাছে, আমার কাছে তারা ডোমেইন নাম ক্রয় এবং নিবন্ধ করার অনুমতি দেয়।

কিছু জনপ্রিয় ডোমেইন রেজিস্ট্রার কোম্পানিঃ
  • PDR Ltd.
  • Epik, Inc.
  • Dynadot LLC
  • Namecheap, Inc.
  • GoDaddy LLC.
  • Porkbun LLC.
  • 123 Reg Ltd.
  • NameSilo, LLC
  • 1&1 IONOS Inc.
  • Domain.com, LLC.
  • Google Domains
  • Sav.com, LLC
  • Name.com, Inc.
এরকম অসংখ্য রেজিস্ট্রার কোম্পানি রয়েছে।

ডোমেইন রেজিস্ট্রেশনঃ

প্রথমে রেজিস্ট্রি কোম্পানি থেকে রেজিস্ট্রার কোম্পানি। তার পর আমারা রেজিস্ট্রার কোম্পানি থেকে ডোমেইন রেজিস্ট্রেশন করে থাকি। এই টোটাল প্রসেসিং টা নিয়ন্ত্রণ করে আইক্যান ( icann )।

সংক্ষেপে বলিঃ আইক্যান/রেজিস্ট্রি কোম্পানি/রেজিস্ট্রার কোম্পানি/ডোমেইন রেজিস্ট্রেশন।
In short: ICANN → Registry → Registrar → Registrant

সবাইকে শুভ কামনা জানিয়ে আর্টিকেলটি এখানেই শেষ করছি। আগামী পর্বে আমরা জানব, বর্তমান বাংলাদেশের ডোমেইন ইন্ডাস্ট্রি সম্পর্কে।
 

Attachments

Last edited:
Top