• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

আমার ডোমেইনটি কতগুলো মার্কেটপ্লেসে একসাথে বিক্রি করার জন্য লিস্ট করতে পারব ?

chayan

Staff member
Administrator
#1
আপনার ডোমেইনটি বিক্রি করার জন্য একাধিক মার্কেটপ্লেসে লিস্ট করতে পারবেন। এক কথায় যত খুশি তত মার্কেটপ্লেসে বিক্রি করার জন্য লিস্ট করতে পারবেন।

মার্কেটপ্লেসগুলোতে লিস্ট করার আগে, ডোমেইনটির কিওয়ার্ড নিয়ে রিসার্চ করুন।

যেমনঃ আপনার ডোমেইন এর ইউজার কারা, কেন কিনবে ও তাদের সামর্থ্য কেমন ? এগুলো নিয়ে রিসার্চ করুন। তারপর দাম সেট করুন।

নোটঃ যেকোনো একটি মার্কেটপ্লেস থেকে ডোমেইনটি বিক্রি হলে, তাহলে আপনার করণীয় হলঃ আপনি যতগুলো মার্কেটপ্লেসে বিক্রি করার জন্য লিস্ট করেছেন, সবগুলো মার্কেটপ্লেস থেকে তখন ডোমেইনটি যত দ্রুত সম্ভব ডিলেট করে দিবেন।

আর্টিকেলটি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। কোন কিছু না বুঝলে কমেন্ট বক্সে বলতে পারেন। প্রতিটা কমেন্টের রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করব।
প্রবন্ধটির ক্রেডিট এবং রিসার্চঃ চয়ন মোল্লা। লেখক এর অনুমতি ছাড়া প্রবন্ধটির অনুলিপি অন্য কোথাও শেয়ার করা যাবে না।
 
Top