• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

আউটবাউন্ড ডোমেইনিং কিভাবে শুরু করবেন?

chayan

Staff member
Administrator
#1
আউটবাউন্ড করে দ্রুত ডোমেইন বিক্রির কিছু টিপসঃ
★ আউটবাউন্ড করে বিক্রির জন্য সেরা ডোমেইন নিশ হল জিও বা রিজিওনাল ডোমেইন। যেমনঃ ArizonaHotelBooking, CaliforniaPhotoEditing,
★ আউটবাউন্ড করে ডোমেইন বিক্রির জন্য এর প্রাইস ২০০-৫০০ ডলারের মধ্যে রাখা উচিৎ। এর বেশি দাম বললে বিক্রির সম্ভাবনা কম থাকে।
★ ইউএস/ইউরোপের জনপ্রিয় ফাস্টনেম/লাস্টনেম ডোমেইনও আউটবাউন্ড করে ভালো বিক্রি করা যায়। কিছু পপুলার নামের উদাহরনঃ JohnSmith, PaulSamuel, JohnAnderson
★ আউটবাউন্ডের প্রথম ইমেইলেই কখনও দাম উল্লেখ করা ঠিক না। আগে জানা উচিত উক্ত ব্যক্তি আপনার ডোমেইনের উপর ইন্টারেস্টেড কিনা।
 
Top