• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

আইক্যান কি ?

chayan

Staff member
Administrator
#1
আইক্যান (icann) এর পূর্ণরূপ হচ্ছে, The Internet Corporation for Assigned Names and Numbers. আইক্যান মূলত সারা বিশ্বের ডোমেইন নিয়ন্ত্রণ সংস্থা।
আইক্যান সংস্থাটি অলাভজনক প্রতিষ্ঠান। আইক্যান কোন ডোমেইন নাম রেজিস্ট্রেশন, রিনিউ ও ট্রান্সফার সার্ভিস সরাসরি দেয় না।

তবে বিভিন্ন রেজিস্ট্রার কোম্পানিগুলোকে, ডোমেইন নাম রেজিস্ট্রেশন, ডোমেইন রিনিউ ও ডোমেইন ট্রান্সফার সার্ভিস প্রদান করার স্বীকৃত দেয়।

আইক্যান এর প্রধান কাজ হল, রেজিস্ট্রি অপারেটরদের ও রেজিস্ট্রারদের নিয়ন্ত্রণ করা এবং ডোমেইন গ্রাহকদের অধিকার সেবা নিশ্চিত করা।

আইক্যান এর সাথে যোগাযোগ করুনঃ
আর্টিকেলটি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। কোন কিছু না বুঝলে কমেন্ট বক্সে বলতে পারেন। প্রতিটা কমেন্টের রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করব।
 
Top