• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

ডোমেইন রেজিস্ট্রি কি ?

chayan

Staff member
Administrator
#1
যে কোম্পানিগুলো এক্সটেনশনগুলির মালিক তাদেরকে রেজিস্ট্রি কোম্পানি বলা হয়। আমি যদি আরো সহজ ভাবে বলিঃ রেজিস্ট্রি অপারেটর এমন একটি সংস্থা, যারা ডোমেইন এক্সটেনশানগুলি বা TLD তৈরি করে এবং নিয়ন্ত্রণ করে।

উদাহরণস্বরূপঃ Verisign হলো .COM ডোমেইনের রেজিস্ট্রি অপারেটর।

ডোমেইন এক্সটেনশান বা TLD এর জন্য রেজিস্ট্রি অপারেটরদের সাথে আইক্যান এর চুক্তি হয় এবং অনুমোদন নিতে হয়।

এখানে কিছু রেজিস্ট্রি অপারেটর কোম্পানির তালিকা দেওয়া হলঃ
  • .com .net এর রেজিস্ট্রি কোম্পানিঃ Verisign
  • .info এর রেজিস্ট্রি কোম্পানিঃ Afilias
  • .me এর রেজিস্ট্রি কোম্পানিঃ domain.me (DoMEn d.o.o)
  • .co এর রেজিস্ট্রি কোম্পানিঃ .CO Internet S.A.S.
  • .xyz এর রেজিস্ট্রি কোম্পানিঃ gen.xyz (registry); CentralNic (registry technical operator)
  • .me এর রেজিস্ট্রি কোম্পানিঃ domain.me (DoMEn d.o.o)
  • .tv এর রেজিস্ট্রি কোম্পানিঃ The.tv Corporation (a Verisign company)
  • .org এর রেজিস্ট্রি কোম্পানিঃ Public Interest Registry (technical service by Afilias)
  • .io এর রেজিস্ট্রি কোম্পানিঃ NIC.IO (run by Internet Computer Bureau)
  • .mobi এর রেজিস্ট্রি কোম্পানিঃ dotMobi (subsidiary of Afilias)
  • .in এর রেজিস্ট্রি কোম্পানিঃ INRegistry
  • .biz এর রেজিস্ট্রি কোম্পানিঃ GoDaddy
  • .us এর রেজিস্ট্রি কোম্পানিঃ GoDaddy
  • .bd .বাংলা এর রেজিস্ট্রি কোম্পানিঃ BTCL or Bangladesh Telecommunications Company
এরকম অসংখ্য ডোমেইন এক্সটেনশন রয়েছে এবং অসংখ্য ডোমেইন এক্সটেনশনের রেজিস্ট্রি কোম্পানি রয়েছে।

বর্তমানে ৩৫০০+ ডোমেইন এক্সটেনশন রয়েছে , সব থেকে পপুলার এক্সটেনশ হলো (.COM )


এ বিষয়ে আপনারা গুগলে সার্চ করলে অনেক তথ্য পাবেন।
 
Top