• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

ডোমেইন পার্কিং করে নগদ কিছু টাকা উপার্জন করুন।

chayan

Staff member
Administrator
#1
আপনি যদি ভবিষ্যতের প্রকল্পের জন্য ডোমেইন নাম নিবন্ধন বা কোন ডোমেইন মার্কেটপ্লেস থেকে ক্রয় করেন। এখন ডোমেইন নামটি যদি ব্যবহার না করেন অথবা ভবিষ্যতেও ভালো দামে বিক্রি করার জন্য মার্কেটপ্লেসগুলোতে যদি লিস্ট করে থাকেন। তাহলে এই মধ্যবর্তী সময়ে আপনি ডোমেইন পার্কিং করে কিছু অর্থ আয় করতে পারেন। আপনার পার্কিং করা ডোমেইনে যখন কেউ ভিজিট করবে, তখন ভিজিটর বিজ্ঞাপন দেখতে পাবে। এই বিজ্ঞাপনের জন্য আপনি মূলত অর্থ পাবেন।
কিভাবে পার্কিং করা ডোমেইন ভিজিটর পাবে ?
আপনি ভাবতে পারেন যে ডোমেইন নাম কখনো ব্যবহার করেন নাই, সেই ডোমেইন কি ভাবে ভিজিটর পাবে। অব্যবহৃত ডোমেইনগুলি সাধারণত দুটি পৃথক উত্স থেকে ভিজিটর পায়।
  1. লোকেরা যখন তাদের ব্রাউজারে আপনার ডোমেইন নাম টাইপ করে ভিজিট করবে।
  2. এমনও সুযোগ রয়েছে যে ডোমেইন এর আগের মালিক ওয়েব সাইট তৈরি করেছিলেন। এখন যদি আগের মালিকের কাছ থেকে ডোমেইনটি ক্রয় করে থাকেন, অথবা আগের মালিক ডোমেনটির মেয়াদ শেষ হতে দেয় এবং রেজিস্ট্রার কোম্পানি ডিলেট করে দেয় বা ডোমেইনটি এক্সপায়ার অকশনে দেয়। তখন আপনি ডোমেইন নামটি নিবন্ধন করে নিয়েছেন বা ডোমেইনটি এক্সপায়ার অকশন থেকে ক্রয় করেছেন। ডোমেইনটি দিয়ে যখন ওয়েব সাইট তৈরি করা হয়েছিল, তখন অন্যান্য ওয়েব সাইটগুলির সাথে ডোমেইনটির লিঙ্ক যুক্ত থাকতে পারে এবং পাশাপাশি সার্চ ইঞ্জিনগুলোতে ও রেংকিং পেয়ে থাকতে পারে। নোটঃ ব্যাকলিঙ্ক এবং সার্চ ইঞ্জিনগুলো থেকে ডোমেইনটি ভিজিটর পাবে।
জনপ্রিয় ডোমেইন পার্কিং কোম্পানি গুলির মধ্যে রয়েছে, সেডো, বডিস এবং পার্কিংক্রিউ
কিভাবে ডোমেইন পার্কিং করব ?
যে কোন একটি ডোমেইন পার্কিং কোম্পানিতে একাউন্ট খুলুন, তার পর ডোমেইন গুলো লিস্ট করুন এবং পার্কিং কোম্পানির দেওয়া নেম সার্ভার আপডেট করুন। ব্যাস এখন হয়ে গেল আপনার ডোমেইন পার্কিং করা।
নোটঃ ডোমেইন পার্কিং এ খুবই অল্প পরিমাণ অর্থ আয় হয়। এই অল্প পরিমাণ অর্থ এর জন্য অনেক ইনভেস্টর পার্কিং করেন না। আপনার যদি কয়েক হাজার ডোমেইন থাকে তাহলে ডোমেইন পার্কিং করতে পারেন।
আর্টিকেলটি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। কোন কিছু না বুঝলে কমেন্ট বক্সে বলতে পারেন। প্রতিটা কমেন্টের রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করব।
 
Top