• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

আমি ডোমেইন কিনবো কোন কোম্পানির কাছ থেকে কিনলে ভাল হবে ?

#1
এই ধরনের প্রশ্ন প্রায়ই আমি পেয়ে থাকি।

আপনারা এই কোম্পানিগুলো থেকে ডোমেইন রেজিস্ট্রার করতে পারেন। সব গুলোই অনেক জনপ্রিয় কোম্পানি এবং রেজিস্ট্রার কোম্পানিগুলো আইক্যান ( icann ) দ্বারা স্বীকৃত।
Epik, Inc.
Dynadot LLC
Namecheap, Inc.
GoDaddy LLC.
Porkbun LLC.
123 Reg Ltd.
NameSilo, LLC
1&1 IONOS Inc.
Domain. com, LLC.
Google Domains
Sav. com, LLC
Name. com, Inc.
এই সব কোম্পানি গুলোর থেকে মাস্টারকার্ড , পেপ্যাল দিয়ে কিনতে পারেন।

তবে, এ সব কোম্পানির কাছ থেকে আমাদের ডোমেইন কিনতে মেইন যে, সমস্যাটি হয়ে থাকে তা হল , ইন্টারনেশনাল ভাবে ডলারে পেমেন্ট করা।

*এই সমস্যা গুলো অনেকটা সমাধান করতে পারেন।বাংলাদেশের অনেক কোম্পানী লোকাল কারেন্সিতে ডোমেইন এবং হোস্টিং কেনার সুযোগ দেয়। আমার জানাশোনা ভালো কিছু বাংলাদেশি লোকাল প্রোভাইডার কম্পানি আছে।

যেমনঃ
1. dianahost. com
2. xeonbd. com
3. hostclation. com
4. eyhost. biz
5. eicra. com
6. hostdokan. com
7. exonhost. com
8. codeforhost. com
9. PutulHost. Com
10. HostMight. com
আমার দেওয়া লিস্টের বাইরে আরো অনেক লোকাল প্রোভাইডার কম্পানি থাকতে পারে। তবে, আপনারা যাচাই-বাছাই করে সার্ভিস নিবেন।


*তার পর ও সব সময় চেষ্টা করবেন, আইক্যান ( icann ) দ্বারা অনুমোদিত কম্পানি থেকে, সরাসরি ডোমেইন রেজিস্ট্রেশন করার।

নোটঃ বাংলাদেশে আইক্যান থেকে অনুমোদিত কম্পানি ২ টি।
1.Innovadeus Pvt. Ltd.
2.Purple IT Ltd.

আজকের আর্টিকেলটি এই পর্যন্ত। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং আর্টিকেলটি কোথাও ভুল হলে কমেন্টে ধরিয়ে দিবেন।
 
Top