• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

আপনারা অল্প টাকার ভিতর porkbun রেজিস্ট্রার থেকে ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারেন।

chayan

Staff member
Administrator
#1
সম্মানিত মেম্বারগণ আপনারা অনেক সময় ফোরামে পোস্ট করে থাকেন। অল্প দামে কোথা থেকে ডট কম ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারি। যদিও আপনাদের এই ধরনের পোস্ট আমি কখনোই অনুমোদন করি না।

আপনারা অল্প টাকার ভিতর porkbun রেজিস্ট্রার থেকে
ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারেন।


ডট কম ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারেন $4.15 ডলার দিয়ে বা ৩৫০ টাকা। এই অফারে, প্রতি কাস্টমার তিনটি করে ডট কম ডোমাইন রেজিস্ট্রেশন করতে পারবেন। পরবর্তী বছর থেকে রিনিউ করতে হবে $8.56 ডলার বা ৭২৫ টাকা।


ডট নেট ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারেন $3.90 ডলার দিয়ে বা ৩৩০ টাকা। এই অফারে, প্রতি কাস্টমার তিনটি করে ডট নেট ডোমাইন রেজিস্ট্রেশন করতে পারবেন। পরবর্তী বছর থেকে রিনিউ করতে হবে $10.54 ডলার বা ৮৯০ টাকা।
 
#3
ডুয়েল কারেন্সি নিয়ে সমস্যা।অন্যের উপর ডিপেন্ড করে থাকা লাগে।আমার একটা ডোমেন godaddy থেকে নিসিলাম ফ্রেন্ড এর কার্ড দিয়ে রিনিউ করার সময় সে কার্ড দেয় নি সেই ডোমেন এখন অন্যের আর সেলিং প্রাইজ 25 লাখ । :(
 
Top