• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

শখের বশে অনেকে ওয়েব সাইট তৈরি করার জন্য ডোমেইন ক্রয় করে থাকেন।

chayan

Staff member
Administrator
#1
শখের বশে অনেকে ওয়েব সাইট তৈরি করার জন্য ডোমেইন ক্রয় করে থাকেন। ওয়েব সাইট তৈরি করার কিছু দিন পর অনেকের মনে হয়,
১. ডোমেইন নামটি ভাল হয় নাই
২. ওয়েব সাইট টি সুন্দর ভাবে ডেভেলপমেন্ট করতে পারেন নাই
৩. ওয়েব সাইট টি মার্কেটিং করে জনপ্রিয় করতে পারেন নাই
সহজ ভাবে বললেঃ ডোমেইন ক্রয় করে অনেকে প্রাথমিক ভাবে ট্রায়াল প্রোজেক্ট হিসাবে কাজ করে থাকেন। ফলে পরবর্তীতে অনেকে ডোমেইন নবায়ন (Renew) করেন না।
আপনি যখন ডোমেইন নামটি রিনিউ করছেন না, তখন আপনার ডোমেইনটি রেজিস্ট্রার কোম্পানি ডিলেট করে দিবে। অথবা আপনার ডোমেইনটি এক্সপায়ার অকশনে দিয়ে দিবে। আপনি রিনিউ না করলে ডোমেইনটির মালিকানা হারাবেন।
আপনার ডোমেইনটি ভাল কি ওয়ার্ড হলে, রেজিস্ট্রার কোম্পানি ডিলেট করে দিলে অনেকে ব্যাক অর্ডার করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে।
আবার, রেজিস্ট্রার কোম্পানি এক্সপায়ার অকশনে দিলে অনেকে বিড করে ডোমেইনটি জিতে নেওয়ার চেষ্টা করবে। নোটঃ সময় এবং ডোমেইন কারো জন্য অপেক্ষা করে না।
অনেকেই বুঝতে পারেন না ডোমেইন ক্রয় করে কাজ না করলে কি করবেন ?
আমি আপনাদেরকে বলছি, ডোমেইন ক্রয় করে কাজ না করলে বিক্রি করে দিতে পারবেন। প্রথমত আপনি যে কাজটি করবেন তা হল, আপনার ডোমেইন সকল মার্কেটপ্লেস গুলোতে বিক্রি করার জন্য লিস্ট করুন। মার্কেটপ্লেসে লিস্ট করার সময় অতিরিক্ত দাম না দিয়ে, আপনার ডোমেইন এর মার্কেট ভ্যালু অনুযায়ী দাম দিয়ে লিস্ট করুন।
যেমনঃ আপনার ডোমেইন এর ইউজার কারা, কেন কিনবে ও তাদের সামর্থ্য কেমন ? এগুলো নিয়ে রিসার্চ করুন। তারপর দাম সেট করুন।
অসংখ্য মার্কেটপ্লেস রয়েছে, যেমনঃ Sedo, Dan, Afternic, SnapNames, Free market, Drop catch, Bido, Snap Names, Flippa, Squad Help
আমার দেওয়া লিস্টের বাইরে আরো অনেক মার্কেটপ্লেস হয়েছে। মার্কেটপ্লেস এর মাধ্যমে কোন অফার আসলে দ্রুত রেসপন্স করার চেষ্টা করুন। যতটা সম্ভব প্রতি দিন ইমেইল এর ইনবক্স চেক করুন।
ডোমেইন ইনভেস্টর রিলেটেড ফোরাম সাইটগুলোতে, ডোমেইন বিক্রি করার জন্য মার্কেটিং করতে পারেন।
জনপ্রিয় কিছু ফোরাম সাইটঃ NamePros, DNForum, bgd
ডোমেইন দ্রুত বিক্রি করার জন্য, ডোমেইন এর নিশ অনুযায়ী ইমেইল এড্রেস সংগ্রহ করে ইমেইল মার্কেটিং করতে পারেন। এটা খুব কাজে দেয়।
পাশাপাশি আপনি সোসিয়াল মিডিয়া গুলোতে মার্কেটিং করতে পারেন।
যেমনঃ টুইটার , লিংকডইন, ও ফেসবুকের বিভিন্ন গ্রুপে মার্কেটিং করতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন, সোশ্যাল মিডিয়া গুলোতে অতিরিক্ত স্পামিং না করে মার্কেটিং করার।
নোটঃ ক্রেতাকে আকৃষ্ট করার জন্য আপনার ডোমেইনে ল্যান্ডিং পেজ ব্যবহার করতে পারেন।
যাতে করে ল্যান্ডিং পেজ থেকেই আপনার সাথে ক্রেতা যোগাযোগ করতে পারে এবং ডোমেইন এর দাম জানতে পারে। আপনার কাছে ভ্যালুয়েবল ডোমেইন থাকলে, আপনাকে ক্রেতা খুঁজে নিবে শুধু আপনি ডোমেইন মার্কেটপ্লেস গুলোতে লিস্ট করে রাখলেই হবে।
ডোমেইন ইনভেস্টমেন্ট একবিংশ শতাব্দীর অন্যতম নিরাপদ বিজনেস। ক্ষেত্রবিশেষে ডোমেইন ইনভেস্টমেন্ট এর উপরে কয়েকশত গুন বেশি লাভ সম্ভব।
ডোমেইন ক্রয় বিক্রয় করার জন্য এবং ডোমেইন বিষয় বিভিন্ন তথ্য জানার জন্য Bargain Domain ফেসবুক গ্রুপে জয়েন করুন। ইনশাআল্লাহ আমি যতটুকু পারি আপনাদের কে সহযোগিতা করব।
আর্টিকেলটি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। কোন কিছু না বুঝলে কমেন্ট বক্সে বলতে পারেন। প্রতিটা কমেন্টের রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করব।
 
Top