• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

ডোমেইন রেজিস্ট্রেশন, রিনিউ ও ট্রান্সফার অফার জেনে নিন।

chayan

Staff member
Administrator
#1
ডোমেইন রেজিস্ট্রেশন, রিনিউ ও ট্রান্সফার অফার জানতে domcomptld-list সাইটে ভিজিট করুন।

ফ্রি থাকলে আরো পড়ুন, ডোমেইন মার্কেটে ছাড়ে যে কোম্পানি, তাদেরকে বলা হয় রেজিস্ট্রি অপারেটর। আর কাস্টমারদের কাছে সরাসরি যে কোম্পানি ডোমেইন রেজিস্ট্রেশন, রিনিউ ও ট্রান্সফার সার্ভিস প্রদান করে তাদেরকে বলা হয় রেজিস্ট্রার

রেজিস্ট্রি অপারেটর মোটামুটি একই দামে, রেজিস্ট্রার কোম্পানিগুলোর কাছে বিক্রি করে। আবার অনেক ক্ষেত্রে রেজিস্ট্রি কোম্পানি সব রেজিস্ট্রার কোম্পানিকে একই দামে দেয় না। টার্গেট ফিলাপ এর উপর ভিত্তি করে, দাম কম বেশি রাখে।

এখন রেজিস্ট্রার কোম্পানি মার্কেট ধরার জন্য লস দিয়ে বিক্রি করবে, নাকি বেশি দামে বিক্রি করবে। ( তাদের ব্যাপার ) এটাকে আমরা রেজিস্ট্রার কোম্পানিগুলোর বিজনেস পলিসি বলতে পারি। নোটঃ সারা বছর কম-বেশি অনেক রেজিস্ট্রার কোম্পানি মার্কেট ধরার জন্য ডোমেইন রেজিস্ট্রেশন, রিনিউ ও ট্রান্সফার অফার দেয়।

আমার লেখা আর্টিকেলটি আপনারা ধৈর্য ধরে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন আজকের মতন এ পর্যন্ত।
 
Last edited:
Top