• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

How to buy aged domain from Expired Auction market

Numan

99bucket.com
Administrator
#1
কম টাকায় অনেক বছরের পুরাতন ডোমেইন কিভাবে, কোথা থেকে কেনা যায়?

০১/ Dropcatch: পুরাতন ডোমেইন কম টাকায় কেনার সবচেয়ে জনপ্রিয় মার্কেটপ্লেস হচ্ছে ড্রপ ক্যাচ। Pre-Release অপশনে প্রতিদিন অনেক .com, .net ডোমেইনগুলো প্রতিযোগী না থাকলে সর্বনিম্ন 10 ডলার ই পাওয়া যায়। এখানে অংশগ্রহণ করার জন্য তাদের রেজিস্টার namebright এ সাইন আপ করে ভেরিফাই করে নিলেই হয়।। উল্লেখ্য যে namebright এর আইডি এবং পাসওয়ার্ড তাদের অকশন মার্কেট dropcatch এ ব্যবহার করতে হয়।।
০২/ Namesilo: এখানে সর্বনিম্ন বিড ১$ তার সাথে রেনেওয়াল ফি ৮.৯৯ অর্থাৎ সর্বমোট 10 ডলারে প্রতিযোগিতা না থাকলে পাওয়া যায়।।
০৩/nameliquidate: এখানে সর্বনিম্ন অফার 9 ডলার তার সাথে রেনেওয়াল ফি 8.49, সর্বমোট 17.49 ডলারে পুরাতন ডোমেইন পাওয়া যায়।
০৪/ Dynadot: এখানে সর্বনিম্ন 13 ডলার বিড করে অনেক পুরাতন ডোমেইন পাওয়া যায়। যদি প্রতিযোগী কম থাকে।
FB_IMG_1597519904941.jpg
উল্লেখযোগ্য মার্কেটপ্লেসগুলো থেকে আমি সব সময় ডোমেইন কেনার চেষ্টা করি।।
#bargaindomain
 
Top