• ডোমেইন ইনভেস্টমেন্ট শুরু করতে হলে, আপনার প্রথম দরকার এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন। আপনি পড়াশোনা না করে, লাখ টাকা নিয়ে শুরু করেও বেশিদূর আগাতে পারবেন না। পড়াশোনা শুরু করতে, পিন পোস্ট ফলো করুন

Recent content by jubair

  1. J

    Second-Level Domains Third-Level Domains কাকে বলে?

    ইরানের ডোমেইন হচ্ছে .ir সেখানে একজায়গায় লেখা আছে Second-Level Domains (directly under .ir) Third-Level Domains (example.*.ir) কোনটার মানে কী? আমি যা বুঝেছি/ধারণা করেছি তা হলো, যদি সরাসরি domain.ir হয় তাহলে সেকেন্ড লেভেল আর domain.com.ir অথবা domain.net.ir তাহলে থার্ড লেভেল। আমার ধারনা কি ঠিক?
  2. J

    কীভাবে একটি সঠিক ডোমেইন নাম কিনতে পারি।

    আর ৬ নং পয়েন্টে আপনি বললেন, ডমার্ক, কপিরাইটযুক্ত বা অন্য কোম্পানী দ্বারা ব্যবহৃত হওয়া যাবে না। এটার সাথে পুরোপুরি একমত হতে পারছি না। আমি যদি googlebangladesh / google media / googleforyou /google shop এ ধরণের ডোমেইন কিনি আর সৌভাগ্যক্রমে গুগলের এই ডোমেইন প্রয়োজন হয়, তাহলে আমার নামে কেস করবে নাকি...
  3. J

    কীভাবে একটি সঠিক ডোমেইন নাম কিনতে পারি।

    প্রথম আলো ঠেলায় পড়ে পরবর্তীতে হাইফেন ছাড়া ডোমেইনটি কিনে নিয়েছে এবং বর্তমানে এটিই ব্যবহার করে তারা। তাই আপনি পোস্টটি এডিট করে দিতে পারেন।
Top